• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মেঘনায় তীব্র ভাঙন, ভোলায় আতঙ্ক

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২১  

স্থানীয়রা জানান, মেঘনার উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোত উত্তর ভোলার রাজাপুর ইউনিয়নের জোড়খাল এলাকায় এসে আঘাত হানে। এতে নদীর প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ঘূর্ণি স্রোতের সৃষ্টি হয়। এই স্রোতের আঘাতে ইতোমধ্যে রাজাপুরের জোড়খাল মাছঘাট, ২০টি ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে প্রায় ৪ কিলোমিটার এলাকা। তড়িঘড়ি করে কিছু গৃহস্থ ঘরের চাল-বেড়া নিয়ে স্থানীয় ঈদগাহ ও বেড়িবাঁধের পাশে রেখেছেন। তবে নতুন করে ঘর তোলার জায়গা না থাকায় দিশেহারা দরিদ্র পরিবারগুলো।

এ বিষয়ে ভাঙনের শিকার এক ব্যক্তি বলেন, ভাঙনে ঘরবাড়ি সব নদীতে চলে যাচ্ছে। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। ভাঙনে বাড়ি হারিয়ে এক বৃদ্ধ বলেন, ভাঙনে ঘর নদীতে যাবার আগেই নিজেরা ভেঙে ঈদগায়ে নিয়ে রেখেছি। এখন কোথায় যাব কিছু বুঝতে পারছি না।

রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পুরোটাই ভাঙন ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধি। রাজাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুদ রানা বলেন, দ্রুত সিসিব্লকের মাধ্যমে নদীশাসন করতে হবে। নইলে এই এলাকাটি রক্ষা করা যাবে না। আর ভাঙন রোধে বালুভর্তি জিও টিউব স্থাপনের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানান এ প্রকৌশলী।

ভোলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ভাঙন রোধে চার কিলোমিটার দৈর্ঘ্যের জিও টিউব স্থাপনের কাজ চলছে। পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ চলছে। মেঘনার ভাঙনের মুখে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ৫টি বাজার, ২০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫ হাজার পরিবার।

আজকের খুলনা
আজকের খুলনা