• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টি, গম-সরিষা নিয়ে চিন্তায় কৃষক

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

পশ্চিমা লঘুচাপের কারণে দিনাজপুরের হিলিতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। হঠাৎ করে এমন বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

মঙ্গলবার, সকাল থেকেই পুরো আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে, দেখা মেলেনি সুর্যের। এর সঙ্গে সকাল থেকেই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টিপাতের কারণে ঘর থেকে বের হওয়া লোকজন গন্তব্যস্থলে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন। তেমনি ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের বৃষ্টিতে ভিজে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

অপরদিকে, অসময়ে বৃষ্টিপাতের কারণে গম-সরিষা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এছাড়াও আম, লিচুর মুকুল ও সজিনার ফুল আসার কারণে সংশয়ে রয়েছেন তারা। স্থানীয় কৃষি অফিস জানিয়েছে আম, লিচু ও সজিনার ফুল আসলেও তাতে কোন সমস্যা হবেনা। তবে গম ও সরিষার ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে।

আজকের খুলনা
আজকের খুলনা