• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের খুলনা

কৃষক লীগের সমাবেশে ফখরুলকে বক্তব্য দেয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৩  

প্রতিষ্ঠার ৫১ বছর পর আগামীকাল শনিবার কৃষকদের নিয়ে এই প্রথম ঢাকার বুকে মহাসমাবেশ করতে যাচ্ছে আওয়ামী লীগ। ওই সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন আহ্বান জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, কৃষক লীগ সুশৃঙ্খল একটি সংগঠন। আগামীকাল ঢাকায় তারা প্রথম মহাসমাবেশ করবে। এতে কোনো ধরনের সংঘাত হবে না। একইসঙ্গে সারা বাংলাদেশ থেকে কৃষকরা এই সমাবেশে উপস্থিত হবেন।

মির্জা ফখরুলকে আমি আহ্বান জানাই আপনি এসে দেখে যান কতটা সুশৃঙ্খলভাবে আমরা সমাবেশ করতে পারি। এই সরকারের প্রতি তৃণমূল মানুষদের কতটা সমর্থন আছে, কৃষকরা শেখ হাসিনাকে কতটা ভালোবাসে। আগামীকাল আসলেই আপনি সব বুঝতে পারবেন।

সমাবেশে বিএনপি মহাসচিবকে প্রয়োজনে বক্তব্য দেয়ার অনুরোধও করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, যারা ঘোলা পানিতে মাছ ধরতে নামে তারা ছাগলের তিন নম্বর বাচ্চা। বিএনপি-জামায়াতও ছাগলের তিন নম্বর বাচ্চা। তাদের কাজই ঘোলা পানিতে মাছ শিকার করা এবং ক্ষমতার জন্য বিদেশিদের কাছে ধর্ণা দেয়া।

তথ্যমন্ত্রীর মতে, ক্ষণে ক্ষণে বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই। কেউ কোলে করে নিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে না।

আজকের খুলনা
আজকের খুলনা