• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নয়: কাদের

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩  

বিএনপি বিভিন্ন দলের সঙ্গে ঐক্য তৈরি করে আন্দোলনের ঘোষণা দিয়েছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশ মেনে দেশের জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি আমাদেরকে অবশ্যই দেখতে হবে বলেও জানান কাদের।

আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে জনজীবনে দুর্ভোগ ডেকে আনবে, এ বিশৃঙ্খল পরিবেশে এ অবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি না। নির্বাচনে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, তাদের কাছে আমাদের দায় আছে। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে এবং জনগণের সম্পদ ও সম্পত্তিকে প্রটেকশন দিতে হবে বলেও জানান ওবায়দুল কাদের।

কাদের বলেন, বিএনপি নানা দলের সমন্বয়ে ঐক্য তৈরি করে আন্দোলনের ঘোষণা দিয়েছে। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা দেবে না আওয়ামী লীগ। তবে আন্দোলনের নামে বাস পোড়ানো, যানবাহন ভাঙচুর করবে। এমন সহিংসতার পরিকল্পনা করছে। এটা মানা হবে না। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির উদ্দেশ্য হলো শেখ হাসিনার সরকারকে উৎখাতে ষড়যন্ত্রমূলকভাবে আন্দোলন করতে চায়। সহিংসতার মধ্য দিয়ে সরকার পতনের ক্ষেত্র তৈরি করছে তারা।

নির্বাচনে তারা জিতবে এমন কোনো আশ্বস্ত হতে পারছে না এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশে আরেকটা ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঘটাতে চায়, যার বেনিফিশিয়ারি হতে চায় তারা। এ জন্যই তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে।

আজকের খুলনা
আজকের খুলনা