• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কূটনীতিকদের ধোঁকা দিতেই জামায়াত-বিএনপির `বিচ্ছেদ ড্রামা’!

আজকের খুলনা

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২২  

জোট ছাড়া নিয়ে জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের একটি বক্তব্য সম্প্রতি সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। সেই বক্তব্যে বিএনপি নেতৃত্বাধীন জোটে জামায়াত আর থাকছে না বলে জানান জামায়াত আমির।

জামায়াতের শীর্ষ নেতার মুখে এমন ঘোষণা দেশজুড়ে নানা কৌতূহল ও প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। দীর্ঘদিনের মিত্র বিএনপিকে ত্যাগের ঘোষণায় রাজনৈতিক অঙ্গণেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। তবে বিদেশি কূটনৈতিকদের বোকা বানাতেই বিএনপি-জামায়াত যৌথভাবে বিচ্ছেদ ’ড্রামা’ সাজিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক সমালোচকরা।

তারা বলছেন, বিদেশি মিশন, দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে গত কয়েক বছর ধরেই চেষ্টা চালাচ্ছে বিএনপি। কিন্তু সাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত জামায়াতে ইসলামির সঙ্গে জোট থাকায় বারবার ব্যর্থ হয় তারা। তাই নতুন করে বিচ্ছেদের এই কৌশল।

ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপিকে জামায়াত ত্যাগ করার শর্ত দিয়েছিল।কিন্তু  তারেক রহমানের আপত্তির কারণে জোট শরিক জামায়াতকে ছাড়তে পারছিল না দলটি। এ কারণে এবার কূটনীতিকদের ধোঁকা দিতে কৌশল বদলিয়ে মিডিয়ার সামনে তারা বিচ্ছেদ নাটক রচনা করেছেন বলে অভিমত বিশ্লেষকদের।  

জানা যায়, জামায়াতের সঙ্গ ত্যাগ করতে পারলেই ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপিকে গুরুত্ব দেবেন এবং বিভিন্নভাবে রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি করবেন, এমন বিশ্বাস থেকেই বিএনপি-জামায়াতের সর্বশেষ এই 'বিচ্ছেদ ড্রামা' রচিত হয়।

আজকের খুলনা
আজকের খুলনা