• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নির্বাচন বানচালে জামায়াত বিএনপি মরিয়া হয়ে উঠেছে

আজকের খুলনা

প্রকাশিত: ৩ জুন ২০২২  

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, ‘বিএনপি-জামায়াত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি বলেন, দেশের জনগণ বুঝে গেছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে চতুর্থবারের বাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।’ 

 বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ইউনাইটেড ক্লাবে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি বলেন, ‘কয়েক দিনের মধ্যে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। বাকি আটটি উপজেলার প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর সম্মেলনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করতে হবে। তিনি বলেন, তৃণমূল হচ্ছে দলের প্রাণ। ফলে তৃণমূলের নেতা-কর্মীদের বেশি মূল্যায়ন করতে হবে।’ 

 দলীয় সূত্রে জানা গেছে, খুলনার নয়টি উপজেলার মধ্যে পাইকগাছা উপজেলায় চার সদস্যের কমিটি রয়েছে। ২০১৯ সালের ২৪ নভেম্বর পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে মাত্র সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক পদ ঘোষণা দেওয়া হয়। চার জনকে দিয়ে চলছে উপজেলা আওয়ামী লীগের কর্মকান্ড। এছাড়া দিঘলিয়া, ফুলতলা, বটিয়াঘাটা ডুমুরিয়া, দাকোপ ও কয়রা উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি থাকলেও অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে আটটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড। যদিও কোভিড-১৯ করোনাভাইরাস পরিস্থিতির কারণে যথাসময়ে এসব উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা সম্ভব হয়নি। অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছে সাংগঠনিক কর্মকান্ড। এদিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূলে আওয়ামী লীগের কমিটি গঠনের বিষয়ে জোরালো তাগিদ দেওয়ায় পদপ্রত্যাশী ও কর্মীদের মধ্যে প্রাণ-চাঞ্চল্যতা ফিরে পেয়েছে। 

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারীর পরিচালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এড. মোঃ আমিরুল আলম মিলন এমপি, পারভিন জামান কল্পনা ও এড. গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সংসদ সদস্য হুইপ পঞ্চানন বিশ্বাস, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। এছাড়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রত্যেকটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক, আহবায়ক এবং সদস্য সচিব, দলীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান, দলীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।      

আজকের খুলনা
আজকের খুলনা