• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কলাগাছ না আমগাছ, দেখার বিষয় নয়

আজকের খুলনা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২  

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াত আইভীর পক্ষে মাঠে নামার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, এখানে কে প্রার্থী, হু কেয়ারস। কলাগাছ না আমগাছ, সেটা দেখার বিষয় না। এটা বঙ্গবন্ধুর নৌকা। নৌকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আইভীর বিরোধী হিসেবে পরিচিত শামীম ওসমান গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। নগরীর বাঁধন কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে সেলিনা হায়াত আইভী বলেছেন, ‘শামীম ওসমান কিসের পক্ষে প্রচারণা করবেন জানি না, আমার জানার প্রয়োজনও নেই। আমার সমর্থন জনগণ।

সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ‘এখানে আওয়ামী লীগের মূলধারার সবাই আছেন। আমি এত দিন নামি নাই। মানে, নামতে পারি নাই। আজ থেকে নামলাম। অনেকে নৌকা নিয়ে অনেক কথা বলেন। কিন্তু নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। এখানে অন্য কোনো খেলা খেলার চেষ্টা করবেন না।’

শামীম ওসমান বলেন, ‘এখন আমাদের জনগণের কাছে যাওয়া উচিত। মানুষের দ্বারে দ্বারে যেতে হবে। একে অপরকে দোষারোপ করে ভোট হয় না। ভোট করতে হয় ভালোবাসা দিয়ে।’

আইভীর পক্ষে মাঠে নামার প্রেক্ষাপট তুলে ধরে শামীম ওসমান বলেন, ‘মৃত্যুর ১৫ থেকে ৩০ মিনিট আগে বাবা আমাদের তিন ভাইকে একজনের হাতে তুলে দিয়েছিলেন। তিনি হচ্ছেন জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা।’ বাবা বলেছেন, ‘আমার ছেলেরা যদি বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে গিয়ে মারা যায়, আমি যেখানেই থাকি, আমি শান্তিতে থাকব। আমরা সেই পিতার সন্তান, যে বঙ্গবন্ধু পরিবারের জন্য জীবন দিতে নিজের সন্তানদের শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন। সেখানে আমার অবস্থান নৌকার বাইরে থাকতে পারে না।’

তিনি বলেন, ‘আমি একজন সংসদ সদস্য, আইন প্রণেতা। নির্বাচনে নামলে আইন লঙ্ঘন হবে। তাই নিয়ম অনুযায়ী নির্বাচনে আসারও কথা না। কিন্তু আমার না আসা নিয়ে একটি পক্ষ একের পর এক ইস্যু তৈরি করছে। আমার দলকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, সে জন্য আমি ভাবলাম, আমার কথা বলা উচিত। তাই এই প্রেস কনফারেন্স।’

নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘তৈমূর আলম খন্দকারকে বলব, আপনি আপনার মতো কাজ করেন। হাতি দিয়ে নৌকা ডুবায় দেবেন, তা হবে না। হাতি নৌকায় উঠতে দেব না। নৌকায় ওঠার আগেই হাতি কাঁধে উঠিয়ে দৌড় দেব। নারায়ণগঞ্জে জামায়াত-বিএনপির অত বড় শক্তি নাই নৌকা ডোবানোর।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।

শামীম ওসমান কিসের প্রচারণা করবেন জানি না : সেলিনা  হায়াত আইভী

‘শামীম ওসমান কিসের পক্ষে প্রচারণা করবেন জানি না, আমার জানার প্রয়োজনও নেই। আমার সমর্থন জনগণ। বিগত নির্বাচনগুলোর দিকে খেয়াল করলে দেখা যাবে, যত কিছুই হোক না কেন এখানে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন হয়, এবারও তাই হবে।’ বলেছেন সেলিনা হায়াত আইভী।

তিনি আরো বলেন, ‘দলের সিদ্ধান্তের বাইরে তিনি কেন গিয়েছেন তা জানি না। তাঁর সমর্থন দেওয়া বা না দেওয়ায় খুব বেশি কি ডিফারেন্স হয়ে যাচ্ছে? গণমাধ্যম তাঁকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত। আমি ব্যস্ত আমার জনগণকে নিয়ে।’

গতকাল শহরের ২ নম্বর রেলগেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইভী।

আজকের খুলনা
আজকের খুলনা