• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

গৃহহীন কৃষি শ্রমিকের ঘর বানিয়ে দিলেন যুবলীগ নেতা

আজকের খুলনা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের তীরেরহাট গ্রামের মুন্না হোসেনের ঘর বানিয়ে দিয়েছেন একই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। বৃষ্টি হলেই স্ত্রী-সন্তান নিয়ে অন্যের বাড়িতে গিয়ে উঠতে হয়, তাই এমন ঘর পেয়ে আনন্দের সীমা নেই মুন্নার। ঘর পেয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ দাবি করছেন তিনি। 

আনোয়ার হোসেন বিপুল কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা পেয়ে নিজ অর্থায়নে মুন্নাকে ঘরটি উপহার দিয়েছেন বলে জানিয়েছেন। বছরের প্রথম দিন আজ শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় মুন্না ও তার স্ত্রীর হাতে ঘরের চাবি তুলে দেন তিনি।

গত মাসের ১ তারিখে যশোরের জেলা যুবলীগের বর্ধিতসভায় কেন্দ্রীয় যুবলীগের নেতারা মানবিক যুবলীগ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে ঘরহীনদের বাড়ি করে দেওয়ার জন্য তারা জেলা যুবলীগ নেতাদের প্রতি আহ্বান জানান। আনোয়ার হোসেন বিপুল সেই আহ্বানে সাড়া দিয়েই মুন্না হোসেনকে এই ঘর উপহার দেন।

বছরের শুরুতেই নতুন ঘর পেয়ে আনন্দিত মুন্না হোসেন জানান, তিনি ভাবতেও পারেননি এমন ঘরের মালিক হবেন। কোনও জামি নেই তার। স্ত্রী-সন্তান নিয়ে অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করেন। খেয়ে না খেয়ে দিন কাটে। এই ঘর পাওয়ার আগে বৃষ্টি হলেই অন্যের ঘরে আশ্রয় নিতে হতো, এখন আর তা হবে না। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ মনে করছেন তিনি। 

ঘর পেয়ে তিনি যুবলীগ ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে ধন্যবাদ জানান।

আজকের খুলনা
আজকের খুলনা