• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

১৬ বছর পর রূপসা বাগেরহাট বাস মালিক সমিতির বিশেষ সাধারণ সভা

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৪  

দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হলো রূপসা বাগেরহাট বাস মালিক সমিতির বিশেষ সাধারণ সভা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পূর্ব রূপসা বাস টার্মিনালস্থ সমিতির কার্যালয়ে সাধারণ বাস মালিকরা এ সভার আয়োজন করে। সভায় সমিতির সাধারণ সদস্যরা তাদের বিগত দিনের অত্যাচার নির্যাতন ও ব্যাপক হারে চাঁদাবাজির তথ্য তুলে ধরে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। এর আগে ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর কথিত কর্মকর্তারা পালিয়ে গেলে সমিতি নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। ফলে বাসস্ট্যান্ডের শৃঙ্খলা ফিরিয়ে আনতে তারা এ সভার আয়োজন করে। দীর্ঘদিন পর সাধারণ সভা হওয়ায় বাসস্ট্যান্ড এলাকায় ছিল উৎসবের আমেজ।
বাস মালিকপক্ষের প্রধান সমন্বয়কারী মোল­া সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হাসান মলি­ক ও যুগ্ম-আহবায়ক বিকাশ কুমার মিত্র।

সভায় বাস মালিকরা ক্ষোভ প্রকাশ করে জানান বিগত ১৬ বছর যাবত আমরা সমিতির অবৈধ কমিটির হাতে চরমভাবে নিষ্পেষিত। বাস নেই অথচ তারা সমিতির কর্মকর্তা-সদস্য। আমাদের কাছ থেকে জোর জুলুম করে অবৈধভাবে লাখ লাখ টাকা চাঁদা নিলেও তার কোন হিসেব নেই। সবই ভাগ বাটোয়ারা করে নিয়েছে কর্মকর্তার নামে দুর্বৃত্তরা। আমাদের বিপদ আপদেও তাদের কখনও পাশে পাইনি। এমনকি বিপদ দেখলে সে সুযোগকে কাজে লাগিয়ে নানা ভয়ভীতি দেখিয়ে তারা চাঁদাবাজি করেছে। এতে অনেক মালিক বাস বিক্রি করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর সমিতির কর্মকর্তারা নামে বেনামে বাস চালিয়ে কোটি টাকার মালিক বনে গেছেন। আল­াহর অশেষ রহমতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাজারো শহিদের রক্তের বিনিময়ে আমরা ১৬ বছর পর আজ কথা বলার সুযোগ পেলাম। বক্তারা সাবেক কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।  

বাস মালিক সমন্বয়কারী মোঃ ইসমাইল হোসেন ও দিদারুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বাস মালিক মোঃ আক্তারুজ্জামান,  অহিদুল ইসলাম পল্টু, এস এম মিজানুর রহমান, মোঃ মফিজুর রহমান ভূঁইয়া, আকিজ উদ্দিন মোল­া, শাহ নাসিম চৌধুরী, রাসেল মোল­া, রুবেল মীর, জাকির হোসেন, আজিজুল মোল­া, এড. হুমায়ুন কবির উজ্জল, জাহাঙ্গীর মোল­া, ফাহাদ গাজী, আনোয়ার হোসেন খান,  আব্দুল জব্বার রতন, সেলিম শেখ, মোঃ ইব্রাহিম শেখ। এছাড়া উপস্থিত ছিলেন শাহ আলম ভূঁইয়া, তায়েফ উদ্দিন দারা, মিঠু মোল­া, মঈন উদ্দিন চৌধুরী, ধলু ফকির, মিজানুর রহমান, মেহেদী, সোহেল, রেজাউল করিম ছোট প্রমুখ। অনুষ্ঠান শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী-জনতা শহিদ হয়েছেন তাদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। সকলের উপস্থিতিতে দোয়া-মোনাজাত পরিচালনা করেন ব্যবসায়ী মোঃ জাকির হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে বাস মালিক, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল­া সাইফুর রহমানকে আহবায়ক ও ইসমাইল হোসেনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এছাড়া সমিতির সদস্যদের দাবির প্রেক্ষিতে যত দ্রুত সম্ভব মালিক সমিতির সাধারণ নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়।

আজকের খুলনা