• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

রূপসা নদী থেকে থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪  

খুলনার রূপসা নদী থেকে অজ্ঞাত নারীর (৪৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। গত বুধবার বিকেল পৌনে ৬টার দিকে লবণচরা থানাধীন পুঁটিমারি বাজারস্থ কবরস্থানের সামনে রূপসা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। 
পুলিশের সূত্র জানায়, স্থানীয় লোকজন অজ্ঞাত নারীর মরদেহ রূপসা নদীতে ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেয়। নৌপুলিশ সদস্যরা এসে লাশটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রূপসা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ নুরুল ইসলাম শেখ। অজ্ঞাত নারীর পরনে ছিল খাকী রং-এর পেটিকোট ও মাথার চুল কিছুটা পাকা, দুই হাতের কব্জি কাটা এবং বাম পায়ের হাটু পর্যন্ত কাটা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছেন অন্তত সপ্তাহখানেক আগে তিনি মারা গেছেন। এ ব্যাপারে লবণচরা থানায় একটি হত্যা মামলা হয়েছে (নং-৭, তাং-২২/৮/২০২৪)। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞত নারীর পরিচয় মেলেনি। 

আজকের খুলনা