• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

সকল শহীদের স্মরণে দাকোপে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া

আজকের খুলনা

প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪  

ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখায় উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ মুগ্ধ ও আবু সাঈদ সহ সকল শহীদের স্মরণে উপজেলার ডাকবাংলা চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট)বিকালে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আহবায়ক মাওলান ইলিয়াস হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান হুসাইন।

বিশেষ অতিথি ছিলেন জেলা সহ সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান,দলীয় সম্ভব্য সাংসদ প্রার্থী মাওলানা আবু সাইদ, জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিব,দ্বীন কায়েম সংগঠন জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ মোল্লা,সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম, দ্বীন কায়েম সংগঠন দাকোপ উপজেলা সদর মাওলান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা তাবারক হুসাইন, জাহিদুল ইসলাম, হাফেজ আব্দুল কাদের, আবু দাউদ, হাফেজ উসমান কারিম, মুফতি ফেরদাউস গাজী, মাওলান আল মামুন, মুফতি মুস্তাফিজুর রহমান, মাওলানা বিল্লাহ, আলহাজ্ব মামুন, মাওলানা খালিদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুর সবুর, মাওলান জিয়াউল হক, মাওলান আমিনুল ইসলাম, মাওলা রেজাউল করিম,মামুন আর রশিদ, আবু ইউসুফ গাজী, মুফতি মানসুরুল হক, শ্রমিকনেতা মাওলানা আব্দুল্লাহ আল মামুন,ছাত্র নেতা মুহাম্মদ তরিকুল ইসলাম, মুহাম্মাদ ফজলুল করিম, আরাফাত জামিল,মুরসালিন, ইবরাহিম খলিল প্রমুখ।

আজকের খুলনা