• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

রূপসায় দু’টি আর্থিক প্রতিষ্ঠান দখলমুক্ত করলো আন্দোলনের শিক্ষার্থী

আজকের খুলনা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪  

তালা ভেঙে দু’টি আর্থিক প্রতিষ্ঠান দখলমুক্ত করলো রূপসার বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার বিকেলে তারা উপজেলার খোড়ার বটতলায় হাজির হয়ে একটি এজেন্ট ব্যাংক ও একটি সমবায় সমিতির কার্যালয় দখলমুক্ত করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেন। তাদের এ মানবিক কার্যক্রমকে হাততালি দিয়ে অভিনন্দন জানান স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
প্রতিষ্ঠান দু’টির মালিক মোঃ রবিউল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে রেলের সম্পত্তি লিজ নিয়ে সেখানে দোকান ঘর করে প্রায় ৮ বছর ধরে ব্যবসা করে আসছেন। বছর দুয়েক আগে তিনি এবি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেন। পাশাপাশি গড়ে তোলেন আল ফালাহ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি। সুনামের সাথেই তিনি উক্ত ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
তিনি জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই একই এলাকার আয়ুব আলীর পুত্র রাজু শেখ, রশিদ শেখের পুত্র মনির শেখ ও কবির শেখ এবং সুলতান শেখের পুত্র মতিউর রহমান তাকে প্রতিষ্ঠান থেকে বের করে এনে মারপিটসহ প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দখল করে নেয়। হঠাৎ এমন ঘটনায় তিনি হতবিহবল হয়ে পড়েন। তবে সন্ত্রাসীদের ভয়ে স্থানীয় ব্যবসায়ীরাও কথা বলতে সাহস পাননি। তাদের হুমকিতে তিনি পরিবার পরিজন নিয়ে গতকাল পর্যন্ত নিজ বাড়িতে অবরুদ্ধ ছিলেন। পরে খবর পেয়ে কোটা বিরোধী আন্দোলনের রূপসা উপজেলা সমন্বয়ক মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে ছাত্ররা এসে তালা ভেঙে উক্ত প্রতিষ্ঠান তাকে বুঝিয়ে দিয়েছেন। 

ভুক্তভোগীর কন্য খুলনা সিটি কলেজের অনার্সের শিক্ষার্থী রোহান ইসলাম রিতু জানান আমাদের প্রতিষ্ঠানগুলো দখলের পর পরিবারের সবাই আতঙ্কে ছিলাম। পরে সহপাঠি কোটা আন্দোলনের শিক্ষার্থীরা খবর পেয়ে অবরুদ্ধ অবস্থা থেকে আমাদের উদ্ধার ও প্রতিষ্ঠানগুলো তালা ভেঙে দখলমুক্ত করে আমার পিতার কাছে বুঝিয়ে দেয়। তবে আমরা এখনও আতঙ্কে আছি ওরা আবারও হামলা করতে পারে। তিনি এ ব্যাপারে বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। তবে দখলকারদের দাবি নিজস্ব সম্পত্তি না হলেও তাদের বাড়ির সামনের জমি বিধায় তারাই এর হকদার। আর রেলের সম্পত্তি বলে তারা স্বীকার করলেও তারা উক্ত জমি লীজ নেননি বলে জানান। 
কোটা বিরোধী আন্দোলনের রূপসা উপজেলা সমন্বয়ক মোঃ সাইদুল ইসলাম জানান যেখানে অন্যায় অবিচার হচ্ছে সেখানেই আমরা টিম নিয়ে ছুটে যাচ্ছি। আমাদের দেখে এলাকার ক্ষতিগ্রস্তরাও সাহস পাচ্ছে। ইতোমধ্যে অনেক ক্ষতিগ্রস্তকে সহায়তা করতে পেরেছি। আজ আমাদের এক সহপাঠির বিপদের খবর পেয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। সমাজের নিপীড়িত মানুষের পাশে সব সময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন এ ছাত্রনেতা। এসময় তার সাথে ছিল বিপ্লব, সোয়েব, মানিক, সবুজ, শাহিন, সাগরসহ সহপাঠীরা। 

আজকের খুলনা