• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

খুলনায় ৭ ডাকাত আটক

আজকের খুলনা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৪  

খুলনার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নে ৭ ডাকাতকে আটক করেছে আনসার ভিডিপির একটি টিম। ‍বৃহস্পতিবার গভীর রাতে ৪টি গরু ডাকাতি করে পশুর নদী দিয়ে ট্রলারে করে যাওয়ার সময় ডিউটিরত আনসার ভিডিপি সদস্যরা তাদের আটক করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আনসার ভিডিপি’র খুলনা জোনের জনসংযোগ কর্মকর্তা ইসমাইল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- আনসার ভিডিপির দলনেতা প্রকাশ মিস্ত্রি, সহকারী আনসার কমান্ডার ধীমান গাইন, ইউনিয়ন আনসার কমান্ডার ভরত চন্দ্র রায় ও ভিডিপি সদস্য রাসেল। স্থানীয় জনগণের সাহায্যে অন্য একটি ট্রলারযোগে ধাওয়া করে ডাকাত দলের ৭ সদস্যকে আটক করা হয়।

শুক্রবার সকালে দাকোপ উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রাকিবুল ইসলামের মাধ্যমে বাজুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মো. নুর ইসলামের কাছে ৭ ডাকাতকে হস্তান্তর করা হয়েছে।

আজকের খুলনা