• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় এক সাংবাদিক আহত, থানায় জিডি

আজকের খুলনা

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৪  

খুলনার পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় মারাত্মক আহত হয়েছেন জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিন, আঞ্চলিক দৈনিক ভয়েজ অব টাইগার এর উপজেলা প্রতিনিধি ও পাইকগাছা প্রেসক্লাবের সহযোগী সদস্য আশরাফুল ইসলাম সবুজ।

আহত সাংবাদিক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় জিডি হয়েছে (যার নং-৩৪,তাং-১/৮/২৪)।

সুত্রমতে জানা গেছে, গত সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনের রাস্তা দিয়ে বাসায় যাওয়ার সময় ৪/৫ জন দুর্বৃত্ত সাংবাদিক সবুজ এর উপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে সবুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেন। এদিকে এ ঘটনায় দোষীদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন পাইকগাছা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন- পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এড. এফ এম এ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, সহ সভাপতি তৃপ্তি রজ্ঞন সেন ও আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এস এম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক স্নেহেন্দু বিকাশ, জি এম গফুর, এস এম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, বি সরকার, প্রমথ রজ্ঞন সানা, এম আর মন্টু, আব্দুর রাজ্জাক বুলি।

এছাড়া এফ এম বদিউজ্জামান, আবুল হাসেম, পূর্ণ চন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, শাহ জামান বাদশা, শাহরিয়ার, উজ্জ্বল দাশ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওবাইদুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন  করেছি। ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলে জানান তিনি।

আজকের খুলনা