• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

উপার্জনের একমাত্র ভ্যানটি হারিয়ে বাকরুদ্ধ ডুমুরিয়ারএরশাদ আলী

আজকের খুলনা

প্রকাশিত: ৫ জুন ২০২৩  

নামাজ আদায় করতে গিয়ে খুলনা জেলার ডুমুরিয়ায় জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ইঞ্জিন চালিত ভ্যানটি হারালেন ৭৫ বছর বয়সের এক বৃদ্ধ। শুক্রবার রাতে উপজেলার চুকনগর বাসস্ট্যান্ডে তার উপার্জনের একমাত্র সম্বল ইঞ্জিনচালিত ভ্যানটি তালাবদ্ধ করে এশার নামাজ আদায় করতে যান। ফিরে এসে দেখেন উক্ত স্থানে ভ্যানটি নেই। এসময় বৃদ্ধ লোকটি উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন।

ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মাগুরাঘোনা গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে এরশাদ আলী গাজী (৭৫) জানায়, অভাব অনটনের সংসারে স্ত্রীকে নিয়ে এই বৃদ্ধ বয়সে দুমুঠো খেতে পরে বেঁচে থাকার জন্য তিনি ভ্যান চালান। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে চুকনগর বাসস্ট্যান্ডে ভ্যানটি তালাবদ্ধ করে রেখে এশার নামাজ আদায় করতে যান। এ সুযোগে চোরেরা ভ্যানটি চুরি করে নিয়ে যায়। নামাজ শেষে তিনি ফিরে এসে দেখেন উক্ত স্থানে ভ্যানটি নেই। এসময় বৃদ্ধের কান্নার শব্দে আকাশ বাতাস ভারি হয়ে ওঠে। নিজের উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে উচ্চস্বরে কাঁদতে থাকেন। এ ঘটনায় তিনি ডুমুরিয়া থানায় অভিযোগ করবেন বলে জানান।

আজকের খুলনা
আজকের খুলনা