• বুধবার ৩১ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

আজকের খুলনা

দাকোপে বালুবাহী ট্রলার ডুবিতে নিহত ১

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ মে ২০২৩  

ঝড়ো হাওয়ার কবলে পড়ে দাকোপে বালুবাহী ট্রলার ডুবে ১ শ্রমিক মারা গেছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দাকোপ থানায় অপমৃত্যু মামলা দায়েরসহ আইনগত ব্যবস্হা গ্রহনের প্রক্রিয়া চলছে।

জানা যায় খুলনা থেকে ছেড়ে আশাশুনির উদ্দেশ্যে যাওয়া জনৈক নাসির হাওলাদারের বালুবাহী ট্রলার মঙ্গলবার সন্ধ্যায় দাকোপের কালীবাড়ী এলাকায় নোঙর করে। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হয়। এ সময় ট্রলারে থাকা ১ মহিলাকে নামিয়ে দিয়ে চালক সবুজ এবং আবুল কালাম ট্রলারটি নিরাপদ স্হানে নেওয়ার চেষ্টাকালে শিপসা এবং ঢাকী নদীর মোহনায় ডুবে যায়।

তখন চালক সবুজ লাফিয়ে পড়ে নিরাপদে চলে আসে। কিন্তু তার সহযোগী আবুল কালাম (৩৫) মোবাইল ও টাকা নিতে ভিতরে ঢুকে আটকা পড়ে বলে ধারনা করা হয়।

ঘটনার পর বুধবার সকাল থেকে দাকোপ ফায়ার সার্ভিসের সদস্যরা নিখোজ ব্যক্তির সন্ধানে নামে। বেলা ১২ টার দিকে ডুবন্ত ট্রলারের ভীতর থেকে তার লাশ উদ্ধার হয়। নিহত আবুল কালাম বাগেরহাট জেলার শরনখোলা থানাধীন বগী গ্রামের মৃঃ আঃ রহমান খলিফার পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দাকোপ থানায় ছিল । মৃতের ভাই আবু সালেহ বাদী হয়ে দাকোপ থানায় অপমৃত্যু মামলা দায়ের পূর্বক লাশ গ্রহনের আইনী প্রক্রিয়া চলমান ছিল বলে থানা

আজকের খুলনা
আজকের খুলনা