• বুধবার ৩১ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

আজকের খুলনা

ফুলতলায় ইটভাটার গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

ফুলতলার থানা পুলিশ শনিবার (১৩ মে) সন্ধ্যায় আলকা গ্রামের সুপার জুট মিলের পিছনে একটি ইট ভাটার গর্ত থেকে মোমিন সরদার নামে পৌনে দুই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে। সে ওই গ্রামের মোস্তাকের বাড়ির ভাটাটিয়া সোহেল সরদারের পুত্র।

ওসি (তদন্ত) সঞ্জয় কুমার কুন্ডু বলেন, শনিবার সন্ধ্যায় আলকার সুপার জুট মিলের পিছনে একটি ইট ভাটার গর্তে শিশুর লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই। পরে লাশ উদ্ধার করে ফুলতলা থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুর পিতাসহ দুই জনকে থানায় আনা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি।

আজকের খুলনা
আজকের খুলনা