• বুধবার ৩১ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

আজকের খুলনা

চিংড়িতে অপদ্রব্য পুশের অভিযোগে খুলনায় ব্যবসায়ীকে জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩  

চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে খুলনার কয়রায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিউটির মোড় এ অভিযান চালান তারা। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম হল মো: আসাফুর রহমান। এ সময়ে তার কাছ থেকে অপদ্রব্য পুশ করা ১৪ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আমিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিউটির মোড় এলাকায় বাগদা চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময়ে ব্যবসায়ী আসাফুর রহমানকে অপদ্রব্য পুশ করা অবস্থায় আটক করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা