• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৬ ১৪৩০

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৪

আজকের খুলনা

খুলনায় যুবককে হত্যা, আসামি আটক ঢাকায়

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩  

খুলনার দিঘলিয়ায় মাইনুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি শাহ জালাল ওরফে শান্ত হোসেনকে (২৬) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।  

রোববার (১৬ এপ্রিল) ভোরে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, আটক আসামি শাহ জালাল ওরফে শান্ত হোসেন খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটি গ্রামের মো. মুরাদ হোসেনের ছেলে।  

র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, গত ৬ মার্চ খুলনা জেলার দিঘলিয়া থানার সেনহাটি কলেজ পাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে মাইনুলকে (৩০) দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কতিপয় দুর্বৃত্তরা। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৮ মার্চ দিঘলিয়া থানায় ১০ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় শাহ জালাল ওরফে শান্ত এজাহারনামীয় দুই নম্বর আসামি।

তিনি আরও জানান, মামলা দায়ের পর থেকে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।  

আজকের খুলনা
আজকের খুলনা