• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

খুলনায় র‌্যাব-৬ আভিযানে নকল কসমেটিকস্ উদ্ধার,অর্থদন্ড

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

র‌্যাব-৬, সদর কোম্পানি, খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রূপসা থানা এলাকা থেকে অবৈধভাবে নকল কসমেটিকস্ সামগ্রী প্রস্তুত ও প্রতাররনার মাধ্যমে বাজারজাত করার দায়ে মেসার্স মুন কসমেটিকস্ প্রতিষ্ঠান এর ব্যবস্থাপক মোঃ মুরাদ হোসেনকে ৮০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেছে র‌্যাব-৬, 

আজ বুধবার বিকাল তিনটায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), রূপসা, খুলনা এর সহযোগীতায় খুলনা জেলার রূপসা থানাধীন সেনেরবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় অবৈধভাবে নকল কসমেটিকস্ সামগ্রী আমদানী ও বাজারজাত করার দায়ে মেসার্স মুন কসমেটিকস্ প্রতিষ্ঠান এর ব্যবস্থাপক মোঃ মুরাদ হোসেন (৪২), পিতা-ইসমাইল সরদার, সাং-রায়মহল, থানা-খালিশপুর, জেলা-খুলনাকে ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪৪ ধারায় ৮৫,০০০/- (পঁচাশি হাজার) টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উক্ত প্রতিষ্ঠান হতে নমুনা পরীক্ষার জন্য কিছু প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়। যা পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সহযোগীতায় পরীক্ষার জন্য বিএসটিআই খুলনায় প্রেরণ করা হয়। বিএসটিআই পরীক্ষাগারের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা