• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

তেরখাদা প্রতিনিধিঃ গত ১৩ মার্চ সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।   উপজেলা নির্বাহী অফিসার জনাব  মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও  পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন  খুলনা -৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মুর্শেদী।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি,উপজেলা পরিষদের মহিলা চেয়ারম্যান নাজমা খান। সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আনতাসির রহমানের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার শিউলী মজুমদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানা, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা চম্পা, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান,  সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুব্রত বিশ্বাস, তেরখাদা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক যথাক্রমে কাজী রফিকুল ইসলাম কালাম,কাজী আকরাম হোসেন, কাজী মফিজুল ইসলাম, নওশদ আরা কলি, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লস্কর মনিরুজ্জামান ও মোঃ সোহেল রানা।  অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন  বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।  পরে প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এর ভার্চুয়ালি উপস্থিতিতে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা