• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দোকান বন্ধ করে লাপাত্তা ওষুধ ব্যবসায়ীরা

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

ফুলতলা উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়্যাৎ এর নেতৃত্বে সোমবার (১৩ মার্চ) বেলা ৩টায় খানজাহান আলী থানা এলাকার শিরোমনি বাজার, ইর্স্টাণগেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে শিরোমনি বাজারের আশরাফের মুদি দোকানে দুই হাজার, জমজম ও রাহাত সুইটসে দুই হাজার এবং ইর্স্টাণগেটে রকিবুল ইসলামের মটর গ্যারেজে ১০ হাজার টাকাসহ মোট প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। তাছাড়া আদালদ বেশ কয়েকজন ব্যক্তি , প্রতিষ্ঠানকে মৌখিকভাবে সতর্ক করেন।

অভিযানকালে বিএসটিআই ইন্সপেক্টর রজ্ঞিত কুমার মল্লিক, বিএসটিআই ফিল্ড অফিসার দিপংকার কুমার দত্ত ও খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান উপস্থিত ছিলেন।

এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সকল প্রকার ওষুধের ফার্মেসিসহ দোকানপাট বন্ধ করে গা ঢাকা দেন ব্যবসায়ীরা।

আজকের খুলনা
আজকের খুলনা