• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় ৭ মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ৯ মার্চ ২০২৩  

তেরখাদা  প্রতিনিধিঃ গতকাল মঙ্গলবার তেরখাদা উপজেলায় ঐতিহাসিক ৭মার্চ উদযাপিত হয়েছে।  দিবসটি উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নেয়।  কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক প্রদর্শনী এবং জীবন ও কর্ম নিয়ে শিশু কিশোরদের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সকাল ১১ টায় উপজেলা পরিষদের  হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতা করেন,খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের। একাডেমিক সুপারভাইজার সাহেলা  সুলতানা এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম,থানার ওসি তদন্ত দেবাশীষ দাস,উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান,উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার ইঞ্জিনিয়ার সোহেল রানা, আনসার ভিডিপি অফিসার মোঃ আব্দুর রউফ, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, দারিদ্র বিমোচন অফিসার ফেরদৌসী বেগম, পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন, ইউআরসি ইন্সটেক্টর মোঃ কেরামত  কালী,শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম বাবু। অনুষ্ঠানে এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার, শিক্ষক জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা