• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে নবম শ্রেনীর শিক্ষার্থীর আত্মহত্যা

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩  

খুলনার পাইকগাছায় পিকনিকের টাকার জন্য মা-বাবার উপর অভিমান করে ৯ম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঠাকুরণবাড়ী গ্রামের আনন্দ মন্ডলের ছেলে লক্ষীখোলা কলেজিয়েট স্কুলের ৯ম শ্রেণী পড়ুয়া প্রান্ত মন্ডল (১৪) আগামী বৃহস্পতিবার শিক্ষা সফরে যাওয়ার জন্য বাবা-মায়ের কাছে টাকা চেয়েছিল। সোমবার খুব সকালে প্রান্তকে ডেকে তুলে মা রান্না করতে যায়। এরই মধ্যে বাবা আনন্দ মন্ডল স্ত্রীর কাছে ছেলের পিকনিকের টাকা দিয়ে কাজে চলে যান। কিন্তু প্রান্তর জানা ছিল না যে, বাবা পিকনিকের টাকা মায়ের কাছে রেখে গেছেন। না জানার কারনে প্রান্ত অভিমান করে ঘরের আড়ায় গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে। এরই মধ্যে মা রান্না করে প্রান্তকে ডাকতে গিয়ে দেখে ছেলে আড়ায় ঝুলছে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এসে প্রান্তকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তৃুহিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, না জানার কারনে অভিমানে প্রান্ত আত্মহত্যা করেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানিয়েছেন, পারিবারিক কলহের কারণে স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

আজকের খুলনা
আজকের খুলনা