• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

খুলনা ডুমু‌রিয়ায় স্কুলছাত্রকে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা

আজকের খুলনা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৩  

খুলনা জেলার ডুমু‌রিয়া উপ‌জেলার গুটু‌দিয়া মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের ছাত্র নিরব মন্ডল‌কে শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা করা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার দিবাগত রাত ১টার দি‌কে স্কু‌লের এক‌টি কক্ষ থে‌কে তার ঝুলন্ত মর‌দেহ উদ্ধার ক‌রে পু‌লিশ। নিরব গুটু‌দিয়া গ্রা‌মের শেখর মন্ড‌লের ছে‌লে।

স্থানীয় এলাকাবাসী ও পু‌লিশ জানায়, বৃহস্প‌তিবার প্রতি‌দি‌নের ন‌্যায় বা‌ড়ির পা‌শে গুটু‌দিয়া মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে যায়। এরপর নি‌র্দিষ্ট সম‌য়ে বা‌ড়ি না ফেরায় খোঁজাখু‌জি ক‌রে। এরপর বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে নির‌বের পিতা শেখ‌রের কা‌ছে ফোন ক‌রে ৩০ লাখ টাক‌া মু‌ক্তিপণ দা‌বি ক‌রে। এ ঘটনায় থানায় জি‌ডি ক‌রে শেখর মন্ডল।

ডুমু‌রিয়া থানার অ‌ফিসার ইনচার্জ সেখ ক‌নি মিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, শিশু‌টির লাশ উদ্ধার ক‌রে থানায় আনা হ‌য়ে‌ছে। এ ঘটনায় স‌ন্দেহভাজন ৬ শিশু‌কে আটক করা হ‌য়ে‌ছে।

আজকের খুলনা
আজকের খুলনা