• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

খুলনা ফুলতলায় যুবককে গুলি করে হত্যা

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

খুলনায় যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফুলতলা উপজেলার জামিরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মিলন ফকির (৪৫)। তিনি ওই এলাকার আব্দুল ওহাব ফকিরের ছেলে।

খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুশান্ত সরকার বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো যাবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে জামিরা রোডের আইডিয়াল স্কুল মোড়ে দাড়িয়ে ছিলন মিলন ফকির। এসময় একটি মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গুলি ছোড়ে। এসময় মিলন ফকির দৌঁড়ে স্থানীয় একটি দোকানে প্রবেশ করলে আবারও গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ৃ

আজকের খুলনা
আজকের খুলনা