• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার বটিয়াঘাটায় ইট পোড়ানো পাঁজা উচ্ছেদে পরিবেশ দপ্তরের অভিযান

আজকের খুলনা

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩  

পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার জেলার বটিয়াঘাটা  উপজেলার উত্তর শৈলমারী নামক এলাকায় অবৈধভাবে ইট পোড়ানো পাঁজার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁজাটি উচ্ছেদ করা হয় এবং পানি দিয়ে তৈরিকৃত কাঁচা ইট ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক  ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফুর রহমান মোবাইল কোর্টে নেতৃত্ব দেন।

উল্লেখ্য, অভিযানকালে পাঁজার স্বত্বাধিকারী পলাতক থাকায় কোন জরিমানা করা সম্ভব হয়নি তবে পাঁজায় জব্দকৃত কাঠসহ অন্যান্য যন্ত্রপাতি  জলমা ইউনিয়নের চেয়ারম্যান জনাব বিধান রায়’র নিকট জিম্মায় দেওয়া হয় বলে জানানো হয়েছে। এসময় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  মোঃ আবু সাঈদ ও  পরিদর্শক  মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

বটিয়াঘাটা থানার পুলিশ সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিস মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আজকের খুলনা
আজকের খুলনা