• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়ায় সচিব ওয়াহিদা আক্তার শীলাকে সংবর্ধনা প্রদান

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২  

খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার শীলাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা শেষে কৃষি সচিব উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১ টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত কবির, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, তথ্য অফিসার সাঈদা খাতুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এর আগে এদিন বেলা ১১ টায় সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উক্ত বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সম্প্রতি পদোন্নতি প্রাপ্ত কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার শীলাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় কৃষি সচিব উক্ত বিদ্যালয়ের কয়েকজন কৃতি শিক্ষার্থীর ছবি সম্বলিত ফলক উন্মোচন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, আলহাজ্ব সারওয়ার খান কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও কৃষি সচিবের ভ্রাতা শেখ মুনীর আহমেদ, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি প্রফেসর খন্দকার গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক খান আব্দুল বারী, মোল্লা রফিকুল ইসলাম, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন প্রমুখ।

প্রসঙ্গতঃ সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ওয়াহিদা আক্তার শীলা খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি গ্রামের কৃতি সন্তান। ইতিপূর্বে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস -২ হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার শৈশব, কৈশোর কেটেছে এ গ্রামেই। পড়াশোনা করেছেন ঐতিহ্যবাহী সেনহাটি মাধ্যমিক বিদ্যালয় এবং দৌলতপুর সরকারি বিএল কলেজে। পিতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ নজির আহমেদ।

আজকের খুলনা
আজকের খুলনা