• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

খুলনার চুকনগরে পঁচা ও বাসি সিংড়া খেয়ে ৫ শিক্ষার্থী অসুস্থ

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২  

খুলনার চুকনগরে পাল মিষ্টান্ন ভান্ডার থেকে পঁচা ও বাসি সিংড়া খেয়ে আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের ৫জন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুরে বাচ্চারা সিংড়া খেয়ে বমি করতে করতে অসুুুুুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

চুকনগর আইডিয়াল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক আব্দুল কাদের জানায়, তাদের স্কুলের মাহিম, ফারিয়া ও আমিন হামজাসহ ৫জন শিক্ষার্থী দুপুরের দিকে চুকনগর ব্রিজ রোডে অবস্থিত সুকুমার পালের পাল মিষ্টান্ন ভান্ডার থেকে সিংড়া কিনে নিয়ে আসে। এরপর তারা স্কুল প্রাঙ্গনে বসে সিংড়া গুলো খায়। এর কিছুক্ষণ করে মাহিম, ফারিয়া ও আমিন হামজাসহ ৫জন শিক্ষার্থী বমি করতে থাকে। দ্রুত বাচ্চাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এব্যাপারে সুকুমার পাল বলেন, সিংড়াগুলো গত মঙ্গলবারের ছিল। সে কারণে হয়তো নষ্ট হয়ে যেতে পারে।

আজকের খুলনা
আজকের খুলনা