• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম শুরু

আজকের খুলনা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২  

উদ্বোধনের ৪ মাস পর বিদেশগামী কর্মীদের ৩ দিনের প্রাক বহির্গমন কোর্সের উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করলো খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটীতে অবস্থিত দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ২৮ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি দিঘলিয়াসহ দেশের অন্য ২৪ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।

রবিবার (২১ নভেম্বর) সকালে টিটিসি দিঘলিয়া, খুলনা কেন্দ্রে বিদেশগামী কর্মীদের ৩ দিনের প্রাক বহির্গমন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রিয়াজ শরীফ। সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দিঘলিয়া, খুলনা’র অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম। ৩ দিনব্যাপী এ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা টিটিসি ও মহিলা টিটিসি’র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় দিঘলিয়ার সেনহাটিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপিত হয়। প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে দেড় একর জায়গার উপর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি নির্মিত হয়েছে। কেন্দ্রটি থেকে ৭ টি ট্রেডে প্রতি কোর্সে ১ হাজার ২৮০ জন শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ পাবে। ট্রেডগুলো হলোঃ ইলেক্ট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি সাপোর্ট টেকনিশিয়ান(কম্পিউটার অপারেশন গ্রাফিক্স), ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন, সিভিল কন্সস্ট্রাকশন, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং (আরএসি) ও অটো ড্রাইভিং ।

২০১৫ সালের ২৪ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বি এম ই টি) কর্তৃক উপজেলা পর্যায়ে ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও চট্টগ্রামে ১টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন(১ম সংশোধিত) শীর্ষক ১টি প্রকল্প তৈরি করে। উক্ত প্রকল্পের আওতায় সারাদেশে ৪০ টি’র মধ্যে ইতিমধ্যে ২৪ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

৭ নভেম্বর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ সাইফুল হক চৌধুরীসহ সংশ্লিষ্টদের নিয়ে সভা করে স্থানীয় শিক্ষার্থীদের প্রাধান্য দিয়ে কেন্দ্রটির কার্যক্রম দ্রুত চালু করার তাগিদ দিয়েছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা