• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার ডুমুরিয়ায় কৃষকদের মাঝে বিনামূল‍্যে সার ও বীজ বিতরণ

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২  

খুলনার ডুমুরিয়ায় রবি মৌসুমে গম ভূটা, সরিষা, সূর্যমুখী ও শীতকালীন পেয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল‍্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা  অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র এমপি। আরো বক্তব‍্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা,  উপজেলা কৃষি কর্মকর্তা  মো: ইনসাদ ইবনে আমিন, ইউপি চেয়ারম‍্যান গাজী তৌহিদুজ্জামান , উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ওয়ালিদ হোসেন, সাবেক জেলা পরিষদ সদস‍্য শোভারানী হালদার প্রমুখ।

সভায় জানানো হয়  ২০২২-২০২৩ রবি মৌসুমে উপজেলার ১৪ টি ইউনিয়নে ৫ হাজার ৭০ জন কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বীনামূল্যে গম,ভূট্টা, সরিষা,সূর্যমূখী, শীতকালিন পেয়াজের ৭ হাজার ৯শ ৯০ কেজি  বীজ বিতরণ করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা