• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময়

আজকের খুলনা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২  

পাইকগাছায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (০৯ নভেম্বর) সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে নাগরিক উদ্যোগ এ মতবিনিময় সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, ওসি তদন্ত রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, পুর্ণচন্দ্র মন্ডল ও মাজহারুল ইসলাম মিথুন। স্বাগত বক্তব্য রাখেন নাগরিক উদ্যোগ খুলনার বিভাগীয় সমন্বয়কারী  রহিদুল ইসলাম। ধারণাপত্র উপস্থাপন করেন নাগরিক উদ্যোগ খুলনা জেলা ভলান্টিয়ার জয়দেব দাশ ও চেইঞ্জ এজেন্ট শুকলা মিশ্র। 

আজকের খুলনা
আজকের খুলনা