• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনার চুকনগরে অবৈধ ক্লিনিকে অভিযান, ম্যানেজারের ২ মাসের জেল

আজকের খুলনা

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২  

নিবন্ধন বিহীন, ডাক্তার-নার্স না থাকাসহ বিভিন্ন অপরাধে খুলনার ডুমুরিয়ার চুকনগর বাজারে সেবা ক্লিনিক নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার কে ২ মাসের জেল দন্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ আসিফ রহমানের আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।

আদালত সংশ্লিষ্ট জানা গেছে, ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে জনৈক আফজাল হোসেন সেবা ক্লিনিক নামে একটি অনিবন্ধিত ক্লিনিক খুলে বিধি অনুযায়ী ডাক্তার-নার্স নিযুক্ত না করে রোগী ভর্তি ও চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হলে আজ মঙ্গলবার ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মেডিকেল প্রাক্টিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরী আইন ১৯৮২ এর ৯ ধারার ১৩ উপধারা লঙ্ঘনের অপরাধে ক্লিনিকের ম্যানেজার নাজমুল হোসেন কে ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার শেখ সুফিয়ান রুস্তম,স্বাস্হ্য বিভাগের কর্মকর্তা মোঃ নাঈম উদ্দীন,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবুজার হুসাইন,থানা পুলিশের সদস্যবৃন্দ।

আজকের খুলনা
আজকের খুলনা