• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রূপসায় চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করায় ব্যবসায়ীকে জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২২  

চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে রূপসা ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে আদালত।

র‌্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, খুলনা চিংড়ি মাছেরে জন্য বিখ্যাত। এ মাছ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। বিদেশেও রপ্তানি করা হয়। অতিশয় মুনাফার লোভে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষনীয় করছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও রূপসা উপজেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অভিযোগে ব্যবসায়ী সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পুশ করা ৫০ কেজি চিংড়ি মাছ জব্দ ও উপস্থিত মানুষের সামনে তা ধ্বংস করা হয়। জরিমানার মাধ্যমে আদায় করা অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা