• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বারাকপুর ইউপি’র উপ-নির্বাচনে সাবেক ক্রিকেটার সাহাগীরের জয়

আজকের খুলনা

প্রকাশিত: ২ নভেম্বর ২০২২  

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী সাহাগীর হোসেন নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৮ হাজার ৭৮৫ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাস পেয়েছেন মাত্র ৩০০ ভোট।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপ-নির্বাচনে ৯ টি কেন্দ্রে মোট ভোটার ছিলো ১৯ হাজার ৩৮৯ জন। এদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৯ হাজার ৮৫ জন। ভোটার উপস্থিতি ৪৬ শতাংশ।

সরজমিনে নয়টি কেন্দ্রে ঘুরে দেখা যায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা যায়। নির্বাচনের পরিবেশ ছিলো সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ। নির্বাচনকাজে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়।

নির্বাচনের ৫ দিন পূর্বে অনেকটা কাকতালীয় এবং অজ্ঞাত কারণে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্বতন্ত্রপ্রার্থী মোঃ কামাল বিশ্বাস। ইতিপূর্বে এ নির্বাচনে আরেক স্বতন্ত্র প্রার্থী ও চেয়ারম্যান গাজী জাকির হোসেন হত্যা মামলার অন্যতম আসামি শেখ আনসার উদ্দিনের মনোনয়নপত্র ঋণ খেলাপির অভিযোগে বাতিল হয় ।

প্রসঙ্গতঃ গত ২ আগস্ট সন্ত্রাসী হামলায় নিহত বারাকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গাজী জাকির হোসেনের শূন্য হওয়া চেয়ারম্যান পদে আজ এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হলো। নৌকা প্রতীক নিয়ে বিজয়ী গাজী সাহাগীর হোসেন পাভেল নিহত গাজী জাকির হোসেনের ভাইপো।

আজকের খুলনা
আজকের খুলনা