• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

আজকের খুলনা

তেরখাদায় গলায় ফাঁস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২  

তেরখাদায় সিলিং ফ্যানের সাথে আব্দুল্লাহ শেখ (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আব্দুল্লাহ শেখ ঐ এলাকার এসকেন্দার শেখের পুত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল্লাহ শেখ শনিবার রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায়। রবিবার সকালে পরিবারের লোকজন ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে দেখতে পায় সে সিলিং ফ্যানের সাথে গলায় রশ্নি দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহুরুল আলম ঘটনার সতত্যতা স্বীকার করে বলেন, পরিবারের পক্ষ থেকে আমাদের অবহিত করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা