• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

চুনকুঁড়ি নদীর উপর ব্রীজের স্থান পরিদর্শনে,কুয়েতের ৬ সদস্য,

আজকের খুলনা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২  

খুলনার দাকোপের পোদ্দারগঞ্জ ফেরীঘাটে চুনকুঁড়ি নদীর উপর ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন কুয়েতের ৬ সদস্যের প্রতিনিধি দল। ২১ অক্টোবর শুক্রবার বেলা ১১টায় এ স্থান পরিদর্শন করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন কুয়েতের সিনিয়র আইন উপদেষ্টা মোহাম্মদ আল ওমানি, সুদানের সিনিয়র ইঞ্জিনিয়ারিং উপদেষ্টা ড. হিশাম কামাল গাফর, ইয়েমেনের সিনিয়র অর্থনৈতিক উপদেষ্টা ড. মোহাম্মাদাল ইরানী, কুয়েতের সহকারী প্রকৌশল উপদেষ্টা এম.এস রাওয়ায়াহ আল আওধী, কুয়েতের বিশেষজ্ঞ আইনজীবী এম.এস ডিজিআ আল ধুবাইবি, কুয়েতের অর্থনীতি বিশেষজ্ঞ এম.এস বোদুর আল মানসো।

এছাড়া উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য হুইপ পঞ্চানন বিশ্বাস, সংরক্ষিত ৩০ আসনের সংসদ সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণা, খুলনা সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ ছালাম আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী আনিসুর জামান মাসুদ, উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান পাটোয়ারী, সহকারী প্রকৌশলী আবু নাঈম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন শেখ, থানা পুলিশ পরিদর্শক (ওসি) উজ্জল কুমার দত্ত, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাসসহ আরও অনেকে।

আজকের খুলনা
আজকের খুলনা