• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়ায় ইলিশ মাছ সংরক্ষণ বিষয়ক জনসচেতনতামূলক সভা

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২  

দিঘলিয়া উপজেলার চন্দনীমহল বাজার-হার্ডবোর্ড  মিলঘাটে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল দিঘলিয়া উপজেলার চন্দনীমহল বাজার-হার্ডবোর্ড মিলঘাটে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ আইন ২০২২ সফলভাবে বাস্তবায়নের লক্ষে মৎস্য অধিদপ্তরের চলমান উন্নয়ন প্রকল্প ইলিশ সম্পদ উন্নয়ন ও  ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলে, মৎস্যজীবি, আড়তদার, জনপ্রতিনিধি ও সুফলভোগীদের সাথে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ( ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) ২২ দিন মা ইলিশ সংরক্ষণ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জেলা মৎস্য অফিসার জয়দেব পালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মোঃ তোফাজউদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম, দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না। এ ছাড়াও মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ, সাংবাদিক, সুধীজন এ সময় উপস্থিত এ সময় ছিলেন।

আজকের খুলনা
আজকের খুলনা