• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়ার জুট মিলের স্টোর রুমে চুরির ঘটনায় গ্রেপ্তার ১

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২  

দিঘলিয়ার ‘সাগর জুট স্পিনিং লিমিটেড’র স্টোর রুমে চুরির ঘটনায় আরও এক আসামীকে গ্রেপ্তার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬। রোববার (২৫ সেপ্টম্বর) দৌলতপুর ফল খেয়াঘাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামী হলেন মোঃ অসীম শেখ (৩৮)।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬ সূত্র জানায়, দিঘলিয়ার ‘সাগর জুট স্পিনিং লিমিটেড’র স্টোর রুম থেকে ৩ টি ফরমার পাম্প চুরি হয়। এ ঘটনায় গত ১২ মে দিঘলিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মিলের নিরাপত্তা কর্মকর্তা খান মাসুদ রানা বাদী হয়ে দিঘলিয়া থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

আই.পি-৬, খুলনার পুলিশ সুপার এর নির্দেশক্রমে চৌকস পুলিশ অফিসার এসআই (নিঃ) আবু রায়হান নূর মামলার তদন্তভার গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গত ১৩ মে ঘটনার সাথে জড়িত আসামী ইয়ামিন শেখকে (২০) গ্রেপ্তার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তার স্বীকারোক্তিমূলে রোববার অভিযান চালিয়ে মামলার অপর আসামী মোঃ অসীম শেখকে (৩৮) গ্রেপ্তার করেন।

আজকের খুলনা
আজকের খুলনা