• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় চেতনানাশক ওষুধ দিয়ে মাদ্রাসা শিক্ষকের বাড়ি লুটপাট

আজকের খুলনা

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২  

খুলনার কয়রায় চেতনানাশক ওষুধ খাওয়ায়ে মাদ্রাসার শিক্ষকের বাড়িতে লুটপাট করা হয়েছে। তার ঘরে থাকা প্রায় আড়াই লাখ টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণ অলংকার লুট করেছে একটি চক্র। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার বাগালি ইউনিয়নের বগা গ্রামের দুর্গা মন্দির সংলগ্ন শিক্ষক মনোরঞ্জন মন্ডলের বাড়ি। তিনি কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক।

ভুক্তভোগী পরিবারের অরুপ মন্ডল বলেন, রাতের খাবার খাওয়ার পরে আমার শরীরটা খারাপ লাগছিলো। বিছানায় যেতে ঘুম চলে আসে। আর কিছু বলতে পারিনা। গভির রাতে দূর্বৃত্তরা দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ প্রায় আড়াই লাখ টাকা ও সাড়ে তিন ভরিরমতো স্বর্গ অলংকার নিয়ে যায়। আমরা কেউ টের পাইনি। সন্ধ্যায় কেউ গোপনে এসে আমাদের খাবারের সাথে চেতনানাশক কিছু মিশিয়ে দেই। আর রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়লে লুটপাট করেছে। তারা আমাদের দরজা বা আলমারি ভেঙেছে কিন্তু আমাদের পরিবারের কেউ কোন শব্দ টের পাইনি।

স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, সকালে জানতে পারলাম চেতনানাশক কিছু দিয়ে ওই পরিবারের সবাই কে ঘুম পাড়িয়ে লুটপাট করেছে। এখন সবাই সুস্থ আছেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম দোহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা স্থলে থানা পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা