• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় চাঁদাবাজি ও হত্যার হুমকি মামলায় ইউপি চেয়ারম্যান কারাগা‌রে

আজকের খুলনা

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২  

খুলনার বটিয়াঘাটায় মৎস্য ঘেরে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকি প্রদানের মামলায় ভান্ডারকোট ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ ও তার ভাই অহিদুল শেখকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) খুলনা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলার এজাহারভূক্ত ২৯ জন আসামি জামিন আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জমান ২৭ জনের জামিন মঞ্জুর করেন। তবে ইউপি চেয়ারম্যান ও তার ভাইয়ের বিরুদ্ধে ৩৮৫ ও ৩০৭ ধারায় অভিযোগের সুষ্পষ্ট প্রমাণ থাকায় তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। মামলার বাদী পক্ষে আইনজীবী মো. শাহআলম তথ্য নিশ্চিত করেছেন।

গত ১ সেপ্টেম্বর লক্ষীখোলা মৎস্য চাষী সমবায় সমিতির সদস্য কাকন বয়াতী বাদি হয়ে ২৯ জনকে আসামি করে চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকি প্রদানের অভিযোগে বটিয়াঘাটা থানায় মামলা করেন। ওই দিন পুলিশ অভিযান চালিয়ে আরিফ ও সাব্বির নামের দুই আসামিকে গ্রেপ্তার করে।

আজকের খুলনা
আজকের খুলনা