• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দিঘলিয়ায় সংঘর্ষের ঘটনায় বিএনপি’র ৮৬ জনের নামে মামলা

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২  

খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজারে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনছার আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার আসামি করা হয়েছে মোট ৮৬ জনকে।

অন্যদিকে ২৫ আগস্ট হামলার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ব্যাপী ক্ষমতাসীন আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের মধ্যে অস্থিরতা বিরাজ করছে।

আওয়ামী লীগ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের একাধিক নেতাকর্মী এবং উপজেলা পর্যায়ের দায়িত্বশীল অনেক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৫ আগস্ট ছিলো বিএনপি’র পূর্বনির্ধারিত কর্মসূচী। কর্মসূচীকে সফল করার জন্য বিএনপি বেশ কিছুদিন থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। অথচ আওয়ামী লীগ এবং যুবলীগের গুটিকয়েক নেতা গুট করে একদিন পূর্বে বিএনপি’র পূর্ব ঘোষিত পথেরবাজার নূর চত্ত্বরে পাল্টা কর্মসূচী ঘোষণা করে। কর্মসূচীতে সর্বসাকুল্যে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী উপস্থিত হয়। এ কর্মসূচীর দেওয়ার ব্যাপারে স্বয়ং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন কিছুই জানতেন না বলে এ প্রতিবেদকের কাছে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। সম্ভাব্য গোলযোগ এড়াতে বিএনপি স্থান পরিবর্তন করে পথেরবাজার সংলগ্ন সেনহাটী লুৎফরের বটতলায় সমাবেশ করে। বিএনপি’র এ সমাবেশে বিপুল লোকসমাগম হয়। সমাবেশে মহানগরী বাদামতলা, শিরোমণি এবং গিলাতলা থেকে কর্মীরা যোগ দেয়।a

আজকের খুলনা
আজকের খুলনা