• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত থাকবে

আজকের খুলনা

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২  

সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি আমাদের ঐতিহ্য। আবহমানকাল থেকে চলে আসা এ ঐতিহ্য বজায় থাকলে দেশের উন্নয়ন এবং অগ্রগতি অব্যাহত থাকবে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টায় ফুলতলা উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সরকারি মহিলা কলেজ চত্ত্বরে অনুষ্ঠিত মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর উৎসব উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি এ কথা বলেন।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌর হরি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক কৃষ্ণপদ দাস।

প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল হাজরার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) দীপা রাণী সরকার, ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় কৃষ্ণ ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিৎ কুমার ঘোষ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক গৌতম কুন্ডু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফুল্ল কুমার চক্রবর্তী, তাপস কুমার বোস, প্রনব কুমার বসু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সনজিৎ বসু, অজয় নন্দী, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবীন বসু, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, প্রেমচাঁদ দাস, রবীন বোস, বিশ্বনাথ মন্ডল, বিদ্যুৎ স্বর, প্রদ্যুৎ কুমার বিশ্বাস, সঞ্চয় দত্ত, শেখর সুর, চিত্তরঞ্জন মন্ডল, রনজিৎ বোস, রবীন কুন্ডু, অশোক মন্ডল, বিদ্যুৎ রায়, সুব্রত বিশ্বাস, রাজ কুমার বিশ্বাস, আপন রায় প্রমুখ।

পরে ফুলতলা সরকারি মহিলা কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

আজকের খুলনা
আজকের খুলনা