• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের খুলনা

ফুলতলায় ট্রাক চাপা পড়ে হেলপার নিহত

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২  

খুলনার ফুলতলায় ট্রাক ও সারের বস্তার স্তুপের মাঝে চাপা পড়ে পিষ্ট হয়ে আব্দুর রহমান (৪৫) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছে। পুলিশ ট্রাক চালক সোহেলকে আটক ও ট্রাকটি জব্দ করেছে।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ ইলিয়াস তালুকদার জানান, বৃহষ্পতিবার বিকেল ৫ টায় ফুলতলার শিকিরহাট ঘাট এলাকায় একটি ট্রাকে (যশোর ট ১১-২৬১৮) করে সার নিতে আসে চালক সোহেল ও হেলপার আব্দুর রহমান। ট্রাকটি ঘোরানোর সময় পেছনে থাকা সারের বস্তার স্তুপের মাঝে চাপা পড়ে মারাত্মক আহত হয় ট্রাক হেলপার আব্দুর রহমান। পরে আশেপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যে এখানে তার মৃত্যু ঘটে। তিনি যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা জমির উদ্দিনের পুত্র। তার স্থায়ী ঠিকানা সিলেট জেলায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছিল।

এ ব্যাপারে ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইলিয়াস তালুকদার বলেন, নিহত হেলপারের পরিবারের সদস্যরা আসার পর মামলার বিষয় সিদ্ধান্ত নেয়া হবে।
 

আজকের খুলনা
আজকের খুলনা