• মঙ্গলবার ০৬ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৩ ১৪৩০

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৪

আজকের খুলনা

দাকোপে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২  

খুলনার দাকোপ উপজেলায় পানখালী ইউনিয়নের খোনা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কবির সানা (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৫ আগস্ট) দুপুরে আবুল ফিস কালচার নামে একটি প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির সানা নলিয়ান গ্রামের মৃত কওছার সানার ছেলে।

দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল কুমার দত্ত জানান, সোমবার দুপুরে আবুল ফিস কালচারের ভিতরে ঘাস কাটা অবস্থায় শ্রমিক কবির সানার হাতে থাকা কাঁচি বিদ্যুৎ লাইনে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখান থেকে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের খুলনা
আজকের খুলনা