• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

গুচ্ছ ভর্তিতে দেশের সেরা খুলনার মেয়ে সুমাইয়া

আজকের খুলনা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

খুলনার পাইকগাছা উপজেলার মেয়ে সুমাইয়া বিনতে মাসুদ গুচ্ছ ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। সুমাইয়া পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।

তিনি পাইকগাছার বিষ্ণুপুর গ্রামের মো. মাসুদুর রহমানের মেয়ে।

গত ৪ আগস্ট বিকেলে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়। ফলাফলে ‘এ’ ইউনিটে সম্মিলিতভাবে প্রথম হন সুমাইয়া নামের দুই নারী শিক্ষার্থী। তারা ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৭.৫০ পেয়েছেন। একই ইউনিটে ভর্তি পরীক্ষায় হয়েছেন প্রথম। দুজনেরই পছন্দ শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এদের একজন সুমাইয়া বিনতে মাসুদ ও অন্যজন সুমাইয়া রহমান।

প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে সুমাইয়া বিনতে মাসুদ বলেন, আমার ভালো লাগছে যে আমি প্রথম হয়েছি। খুবই খুশি লাগছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বাবা-মাও খুশি হয়েছেন।

সুমাইয়া বিনতে মাসুদ বলেন, আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি দ্বিতীয়বার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবো।

আজকের খুলনা
আজকের খুলনা