• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় অস্ত্র আইনে ৩ আসামির বিভিন্ন মেয়াদে সাজা

আজকের খুলনা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২২  

খুলনায় অস্ত্র আইনের পৃথক দু’টি ধারায় ৩ আসামিকে ভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন আদালত। সাজাপ্রাপ্ত দু’জন আসামি আদালতে উপস্থিত থাকলেও একজন আসামি পলাতক ছিলে।

সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে পলাশ বৈরাগীকে অস্ত্র আইনের ১৯ (এ) ও (এফ) ধারায় ১৭ বছরের সশ্রম কারাদন্ড ও অপর দু’আসামি নজরুল ইসলাম ও প্রতাপ বৈরাগীকে ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম করাদন্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় প্রতাপ বৈরাগী পলাতক ছিলেন।

বুধবার(১১ আগষ্ট) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম শিরীন নাহার এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: আলমগীর হোসেন।

আদালতের সূত্র জানায়, ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি বনদস্যু ও ডাকাত গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে ব্যাব ৬ একটি দল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বটিয়াঘাটা উপজেলার গোপালখালী খেয়া ঘাটে ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন লোক অবস্থান করছে। এমন সংবাদে তারা সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেন। তারা হলেন, পলাশ বৈরাগী, নজরুল ইসলাম, প্রতাপ বৈরাগী, সৈয়দ সুমন হোসেন ও আরেফিন গাজী। এদের মধ্যে পলাশ বৈরাগীর হাতে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৩ টি দেশি তৈরি পাইপগান, নজরুল ইসলাম ও প্রতাপ বৈরাগীর কাছ থেকে ৪ টি শর্টগানের গুলি উদ্ধার করা হয়। ডাকতির উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করাছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে স্বীকার করে।

এ ব্যাপারে ওইদিন রাতে র‌্যাবের ডিএডি সামশুল আলম বাদী হয়ে বটিয়াঘাটা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন, যার নং ১৭। একই বছরের ২৭ অক্টোবর থানার এস আই রিপন কুমার তাদের ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আজকের খুলনা
আজকের খুলনা