• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বঙ্গমাতার জন্মদিনে ফুলতলায় ৭ নারী পেলেন সেলাই মেশিন

আজকের খুলনা

প্রকাশিত: ৯ আগস্ট ২০২২  

বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিবের ৯২তম জন্মদিনে ফুলতলায় দুঃস্থ নারীদের মাঝে আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা হাবিবুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা শেষে এসব বিতরণ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত ওই অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুনেচ্ছা মুজিবের জীবন নিয়ে আলোচনা করা হয়। পরে মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে উপজেলার ৭ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন ও ২ নারীকে নগদ ২ হাজার টাকা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন ও ফারজানা ফেরদৌস নিশা, সহকারী কমিশনার (ভূমি) দিপা রানী সরকার, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার কাজী জাফর উদ্দিন। 

স্বাগত বক্তৃাতা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খাতুন।এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এম নাজমুস সাকিব শাহীন, ভেটেরিনারী সার্জন ডাঃ তৌহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা শাহীন আলম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, প্রসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান প্রমুখ। সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রাপ্তরা হলেন শিরিনা খাতুন, মোছাঃ রুকাইয়া আক্তার, তিথি রানী সেন, রানী খাতুন, ডলি সুরাইয়া, সাবরিনা সুলতানা ও মুনজিলা খাতুন এবং রুনা বেগম ও পারুল সুলতানা।

আজকের খুলনা
আজকের খুলনা