• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আমাদের অধীক মাছ উৎপাদনে অধিক মনযোগী হতে হবে : হুইপ পঞ্চানন

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২  

বর্তমান সরকার মৎস্য সম্পদের উন্নয়নে নানামূখী কর্মসূচী বাস্তবায়ন করে চলেছেন। এ অঞ্চলের নদীনালা ভরাট হয়ে পানির স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হওয়া এবং অসাধুদের নির্বিচারে মাছের পোনা নিধনের ফলে স্বাভাবিকভাবে মৎস্য উৎপাদন কমে গেছে। বর্তমান জনবান্ধব সরকার সেটা উপলব্ধি করে ব্যাপক খাল খনন এবং আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্য চাষের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশ্বে মাছ উৎপাদনে বর্তমান অবস্থা অচিরেই দ্বিতীয় পর্যায়ে উন্নিত হতে সরকারী সহায়তা কাজে লাগিয়ে আমাদের অধীক মাছ উৎপাদনে অধিক মনযোগী হতে হবে।

নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এ কথা বলেন। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, দাকোপ থানার অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, নৌ পুলিশের ওসি আব্বাস মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাদ সরদার, ফিশারিজ এন্ড লাইভহুড স্পেশালিষ্ট অফিসার মাসুদুর রহমান, অধ্যক্ষ অসীম কুমার থান্দার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, মৎস্য চাষি নরেশ রায়, রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা মেরিন ফিশারিজ অফিসার বিপুল কুমার দাশ, সহকারী মৎস্য কর্মকর্তা বাদল কৃষ্ণ সাহা, ক্ষেত্র সহকারী তোফায়েল আহমেদ, আলমাস হোসেন, অফিস সহকারী আব্দুর রউফ প্রমুখ। সভা শেষে দল ভিত্তিক আধুনিক পদ্ধতির খাচায় মাছ চাষে বিশেষ সফালতার জন্য শ্রীমন্ত কাটাখালী মৎস্য চাষি সমিতি, মুক্তা চাষে মোস্তাফিজুর রহমান, চিংড়ী চাষে হিমাংশু সরদার, কাকড়া চাষে লাভলু গাজী এবং শিং মাগুর চাষে বিশেষ সফলতার স্বীকৃতি হিসাবে প্রধান অতিথি তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে বর্ণাঢ্য র‌্যালী চালনা বাজার প্রদক্ষিন শেষে উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সব শেষে মাছ চাষের উপর বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। অনুষ্ঠানে উপজেলার মৎস্য চাষি সমিতি, নৌ পুলিশ, কোষ্টগার্ড ও সুধীমহল অংশ গ্রহন করেন।

আজকের খুলনা
আজকের খুলনা