• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় আনসার ব্যাটালিয়নের বৃক্ষরোপণ

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ জুলাই ২০২২  

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে খুলনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৪ জুলাই) সকাল ১০টায় রূপসা উপজেলার ইলাইপুরে ৩ আনসার ব্যাটালিয়নে বিভিন্ন প্রজাতির ১০০টি বৃক্ষ রোপণ করা হয়।

এই কর্মসূচিতে অংশ নেন ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ, সহকারী পরিচালক মো. তৌফিক আনোয়ার, কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, কোম্পানি কমান্ডার রাজিব হোসাইন ও ব্যাটালিয়নের সব সদস্যরা।

এ কর্মসূচির অংশ হিসেবে ৩ আনসার ব্যাটালিয়ন সদরে বনজ, ফলজ ও ভেষজ মোট তিন ধরনের ১০০টি চারা রোপণ করে।

রোপিত চারাসমূহ হচ্ছে দেবদারু ১৪টি, নিম ১০টি, লেবু ১০টি, মাল্টা ৮টি, পেঁপে ৭টি, সুপারি ৫টি, আমলকি ৪টি, কদবেল ৪টি, জাম ৪টি, থাই পেয়ারা ৪টি, আমড়া ৪টি, কাঁঠাল ৪টি, বড়ই ৪টি, অর্জুন ৩টি, আতা ৩টি, জলপাই ৩টি, হরীতকী ২টি, বহেরা ২টি, জামরুল ২টি, লিচু ১টি, সফেদা ১টি এবং বেল ১টি।

৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, ৩ আনসার ব্যাটালিয়নের রোপিত এ চারাসমূহ দেশের বনজ সম্পদ বৃদ্ধি করবে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ বৃক্ষরোপণ কর্মসূচি সবাইকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে। একই সঙ্গে বাংলাদেশের টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা সেটিও নিশ্চিতকরণে অনেক বেশি সহায়ক হবে।

আজকের খুলনা
আজকের খুলনা